ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আইপিএল বন্ধ করার দাবি তুলেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার

মহামারী করোনাভাইরাসের কারণে প্রতিদিন সারা বিশ্বের অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। মহামারীর মধ্যেই ভারতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। 


করোনার এই সংক্রমণের মধ্যে ক্রিকেটার কোচ এবং টিম ম্যানেজমেন্টের শারীরিক নিরাপত্তার কথা চিন্তা করেই আইপিএল বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। 


ক্রিকেট ইতিহাসের দ্রুত গতির এই তারকা পেসার বলেন, সারা বিশ্বে এখন মহামারী চলছে। এর মধ্যে আইপিএল আয়োজন খুবই ঝুকিপূর্ণ।আইপিএলের জন্য এটা সঠিক সময় নয়। আইপিএলের অর্থ সাধারণ মানুষকে দিয়ে দিন। অক্সিজেন কিনুন। তাতে জীবন বাঁচবে।


নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার আরও বলেন, জুন মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর কথা রয়েছে। আমার মতে এমন পরিস্থিতে পিএসএল আয়োজন করা উচিত নয়।


শোয়েব আখতারের আগে গত শনিবার করোনার মধ্যে আইপিএল আয়োজন উচিত কিনা প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। 

ads

Our Facebook Page